কুমিল্লায় সাংবাদিক হত্যা মামলা: প্রধান আসামি নিহত ‘বন্দুকযুদ্ধে’

Passenger Voice    |    ০৩:২০ পিএম, ২০২২-০৪-১৮


কুমিল্লায় সাংবাদিক হত্যা মামলা: প্রধান আসামি নিহত ‘বন্দুকযুদ্ধে’

কুমিল্লায় মাদক ব্যবসায়ীদের গুলিতে সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম  হত্যার প্রধান আসামি মো. রাজু ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্তে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনি নিহত হন। রাজু কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে।

গতকাল রোববার গণমাধ্যমকে এ সংবাদ নিশ্চিত করেন র‌্যাব-১১ এর কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত দেড়টার দিকে সদর উপজেলার গোলাবাড়ি সীমান্তে অভিযানে গেলে র‌্যাবের সঙ্গে মো. রাজুর গুলি বিনিময় হয়। এ সময় তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ২টা ১৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এরআগে গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী হায়দরাবাদ নগর এলাকায় নোম্যান্সল্যান্ডের ২-৩ গজ বাংলাদেশ অভ্যন্তরে মাদক ব্যবসায়ীদের গুলিতে গুরুতর আহত হন সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম (২৮)। স্থানীয়রা জানান, ওইসময় বিজিবির লোকজন স্থানীয় রুবেল ও রাব্বি নামে দুই যুবকের মাধ্যমে আহত নাঈমকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা নাজমা আক্তার বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো পাঁচজনের বিরুদ্ধে বৃহস্পতিবার বুড়িচং থানায় মামলা করেন। এরপর পুলিশ বৃহস্পতিবার রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।